শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্গাপুজো বন্ধ করার নির্দেশ দিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

News Sundarban.com :
অক্টোবর ১৪, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:পুজোর বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন । তারপরেই বাঙালি মেতে উঠবে প্রাণের দুর্গোৎসবে।
ইতিমধ্যেই করোনা মহামারির মধ্যেও মানুষের ঢল নেমেছে কেনাকাটা করতে। তা দেখে আনন্দের পরিবর্তে আশঙ্কার ঘন কালো মেঘ দেখছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, কলকাতায় ঠাকুর দেখার ভিড়, জমায়েত একলাফে করোনা সংক্রমণ বাড়িয়ে দিতে চলেছে কয়েক গুণ।
পরস্থিতি এমন হতে পারে যে হাসপাতালগুলিতে জায়গা দেওয়া যাবে না। তাই অবিলম্বে বারোয়ারি দুর্গাপুজো বন্ধ হওয়া উচিৎ।
অজয় কুমার দে নামে এক আইনজীবী বারোয়ারি দুর্গাপুজো বন্ধ করার নির্দেশ দিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন।

অজয় কুমার দে-এর দাবি, মুম্বইয়ের গণেশ পুজো,পুরীর রথযাত্রার দেশজোড়া খ্যাতি। জনসমুদ্রের আশঙ্কায় এবং তা থেকে করোনা সংক্রমণের ভয়ে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছিল।
তাঁর আরও দাবি, যে কেরালা রাজ্য একসময় দেশে এমনকী গোটা বিশ্বে করোনা নিয়ন্ত্রণ করে মডেল হয়েছিল সেই কেরালায় ওনাম উৎসবের জমায়েত নিষেধাজ্ঞা ছিল না।
যার ফল হয়েছিল মারাত্মক। এক ধাক্কায় কেরালায় সমস্ত রেকর্ড ভেঙে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ।
অজয় কুমার দে-এর দাবি, একই অবস্থা বা তার থেকেও খারাপ অবস্থা হতে পারে কলকাতায় দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণ করা না গেলে।
বৃস্পতিবার মামলাটির শুনানি হবে কলকাতা হাইকোর্টে। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মামলার শুনানি দেবেন।

তবে বড় হোক বা ছোট বিভিন্ন ক্লাবের পুজোর আয়োজন অনেকখানি এগিয়ে গেছে ইতিমধ্যে।
এই সময়ে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট পুজো বন্ধের নির্দেশ দেবে কিনা তাও একটা বড় প্রশ্ন। মামলা গড়াতে পারে সুপ্রিম কোর্ট পর্যন্তও।