শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘যুব শক্তিকে আরো শক্ত পোক্ত করতে এই বৈঠকের আয়োজন করেছি’

News Sundarban.com :
অক্টোবর ৪, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  আগামী বিধানসভা নির্বাচনে দলের যুব সংগঠনকে আরো পোক্ত করতে রায়গঞ্জে বৈঠক সারল তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের শীর্ষ নেতৃত্ব। এখানেই ব্লকে ব্লকে যুব যোদ্ধা তৈরি করে লড়ার রণনীতি তৈরি হয়। জেলা পরিষদের সভাকক্ষে জেলার বিভিন্ন ব্লকের যুবনেতাদের এদিন আমন্ত্রণ করা হয়েছিল। রাজ্যজুড়ে যুব যোদ্ধাদের মাধ্যমে যেভাবে প্রতিটি ঘরে ঘরে মানুষের সাহায্য করতে পৌঁছানোর টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে উত্তর দিনাজপুর জেলায় সংগঠনে কাজ কতদূর এগিয়েছে সে বিষয়টি আরো ভালোভাবে জানতে বৈঠকে উপস্থিত ছিলেন গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানহাইয়ালাল সহ একাধিক নেতৃত্ব।

এদিন রায়গঞ্জের জেলা পরিষদের সভা কক্ষে যুব তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা আয়োজিত হয়। উত্তর দিনাজপুর জেলার ব্লকের প্রতিটি মানুষের ঘরে পৌঁছানোর জন্য যুব যোদ্ধাদের কিভাবে কাজে এগোতে হবে সেই বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। কোনও জায়গায় কোনও অসুবিধা হলে সেক্ষেত্রে তৃণমূলের শীর্ষ নেতারা এই বিষয়ে তাদের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন জেলা সভাপতি গৌতম পাল। অন্যদিকে এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে গোলাম রাব্বানী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব যোদ্ধাদের তৈরি করা হচ্ছে। আমরা ২০২১ এর আগে নিজেদের যুব শক্তিকে আরো শক্ত পোক্ত করতে এই বৈঠকের আয়োজন করেছি। আমরা বিধানসভা নির্বাচনের আগে যুব যোদ্ধাদের ছাড়াই বিভিন্ন জায়গায় অনেক বিরোধীদের পরাস্ত করেছি। বর্তমানে যুবযোদ্ধারা আমাদের সঙ্গে রয়েছেন।

সে ক্ষেত্রে জেলার নয়টি বিধানসভার সবকটিতেই আমরা জয়লাভ করবো বলে আশা করছি। এর আগে আমাদের হাতে যুব যোদ্ধারা ছিল না। তবুও অনেক কটি বিধানসভা এলাকাতেই আমরা লোকসভা নির্বাচনে লিড পেয়েছি। যুব যোদ্ধা আসার পর আমাদের শক্তি আরও বাড়বে বলে মনে করছি।