বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিণ রায়পুরে দুটি ঢালাই রাস্তার উদ্বোধন

News Sundarban.com :
অক্টোবর ৪, ২০২০
news-image

সামিম হোসেন, পাথরপ্রতিমা :

১লা অক্টোবর থেকে রাজ্য জুড়ে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মাধ্যমে ১২ হাজার কিলোমিটার রাস্তার পুনঃ নির্মাণ ও রক্ষণাবেক্ষনের জন্য গৃহীত প্রকল্প “পথশ্রী অভিযান” এর সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো শনিবার সকালে পাথর প্রতিমার দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের ফান্ড থেকে বরাদ্দ ৩ লক্ষ ৯২ হাজার ৭৪১ টাকায় ১০০০ মিটার ও সিএফসিজি ফান্ড থেকে বরাদ্দ ২ লক্ষ ৪৮ হাজার টাকায় ১.২৫ মিটার ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়।

উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য শংকর দাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছাত্তার মোল্লা, প্রধান ছন্দা মন্ডল, উপপ্রধান রুহুল আমিন ও সমাজসেবী মান্নান ঘরামি প্রমূখ।