শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

‘কোভিড পরিস্থিতিতে রাজ্যে স্কুলছুটের সংখ্যা বাড়তে পারে’

News Sundarban.com :
সেপ্টেম্বর ৩০, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: -রাজ্য শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন তথা বিশিষ্ট পরিচালিকা ও অভিনেত্রী অনন্যা চক্রবর্তী বাঁকুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন, কোভিড পরিস্থিতিতে রাজ্যে স্কুলছুটের সংখ্যা বাড়তে পারে। সেজন্য আয়োগ স্কুলছুট রুখতে বিশেষ কিছু ব্যাবস্থা নিয়েছে।

তিনি জানান, কলকাতা যাদভপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিওর মাধ্যমে পথশিশু সহ অনান্যদের পাঠ দিতে ” সহজ পাঠ” নামে এক বিশেষ প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রাম জেলা স্তরেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আয়োগ বাঁকুড়া সার্কিট হাউসে এই ব্যাপারে প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা,জেলা- সভাধিপতি মৃত্যঞ্জয় মূর্মু, সহ পুলিস ও প্রশাসনের আধিকারিকদের সাথো এক বৈঠকে মিলিত হয়।