শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এই প্রথম আকাশ থেকে মাটিতে নিক্ষেপ করার রকেট উদ্বোধন ইরানে

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৯, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: আকাশ থেকে মাটিতে নিক্ষেপ যোগ্য প্রথম গাইডেড রকেট উদ্বোধন করল ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস বিভাগের প্রদর্শনীতে এই রকেটের উদ্বোধন করা হয়। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন রকম যুদ্ধাস্ত্রের উদ্বোধন এবং প্রদর্শন করা হচ্ছে ইরানে।

এদিন বিশেষ ধরনের একটি বোমা ও ক্ষেপণাস্ত্র উদ্বোধন করা হয়। সূত্রের খবর, এই গাইডেড রকেটের দৈর্ঘ্য ৮০মিলিমিটার। তবে রকেটের একটি পোশাকি নাম দেওয়া হয়েছে। এর পোষাকি নাম ফাদাক। লক্ষ্যবস্তুতে আক্রমণ করার আগ পর্যন্ত এই রকেটের গতিপথ পরিবর্তন করা যায় বলে জানা গিয়েছে। ইরানে এতদিন মাটিতে থেকে মাটিতে নিক্ষেপ করার জন্য রকেট ছিল। কিন্তু এই প্রথম আকাশ থেকে মাটিতে নিক্ষেপ করার মত একটি রকেট উদ্বোধন করা হয়।