শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 ‘জল স্বপ্ন’ প্রকল্পের পরিশ্রুত পানীয় জলের উদ্ধোধন করলেন বিধায়ক

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৮, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং: 

চলছে করোনার দাপট। চলছে লকডাউনও।সাধারণ মানুষজন কর্মসংস্থান হারিয়ে জর্জরিত।আর এমন মহামারী পরিস্থিতিতে ক্যানিং ১ ব্লকের তালদি গ্রামপঞ্চায়েতে এলাকার বিভিন্ন গ্রামের মানুষজন দীর্ঘদিন ধরেই পানীয় জলের অভাবে ভুগছে।আর এই পানীয় জলের সংকটে পড়ে তালদি গ্রাম পঞ্চায়েতের আঁধলা মৌজায় প্রায় ১৭০০ পরিবারের নয় হাজার মানুষজন ভুগছেন চরম পেটের রোগে।

পানীয় জলের এমন সংকটের কথা জানতে পেরে পানীয় জলের সমস্যার সমাধান করার জন্য ২০১৭ সালে ‘জল স্বপ্ন’ প্রকল্পে এলাকায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করে তড়িঘড়ি কাজ করার নির্দেশ দেন ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডল।যার প্রকল্প ব্যয় ৬৫ লক্ষ টাকা ধরা হয়েছিল।শম্বুক গতিতে কাজ চলায় নলবাহিত পরিশ্রুত পানীয় জল প্রকল্পের কাজ বিলম্বিত হয়।

বর্তমানে করোনা আবহে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা ভাবনা করে সোমবার বিকালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সাধের ‘জল স্বপ্ন’ প্রকল্পের বিনামূল্যে নলবাহিত পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক শ্যামল মন্ডল।ক্যানিংয়ের তালদি গ্রাম পঞ্চায়েতের ট্যাংরাখালি বঙ্কিম সরদার কলেজ সংলগ্ন আঁধলা গ্রামের নলবাহিত পরিশ্রুত পানীয় জল প্রকল্প অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাপরিষদ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী,ক্যানিং থানার আইসি আতিবুর রহমান,জনস্বাস্থ্য কারিগরী দফতরের অ্যাসিষ্ট্যান্ড ইঞ্জিনিয়ার তাপস মল্লিক সহ অন্যান্যরা।