শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গবেষকেরা জানিয়েছেন সিল্কের মাস্ক অনেক বেশি নিরাপদ

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৭, ২০২০
news-image

সংক্রমণ শুরু হওয়ার প্রথম থেকে কি ধরনের মাস্ক পড়া যাবে তা নিয়ে চলেছে জল্পনা। এন ৯৫, সার্জিকাল, সুতির কাপড়ের মাস্কের কথা উঠে এসেছে। বেশ কিছুদিন ধরে ভেন্টিলেটর মাস্ক নিষিদ্ধ করা হয়েছে। করোনা ভাইরাস ঠেকাতে সেরা অস্ত্র মাস্ক।

সংক্রমণকে মাস্কের মাধ্যমে অনেকটাই রোধ করা সম্ভব হয়। সামাজিক দূরত্ব, হাত ধোয়া, কোয়ারেন্টিন ও আইসোলেশন প্রক্রিয়া কার্যকর হলেও সংক্রমণ সম্পূর্ণ রূপে করতে সক্ষম নয়।

তাই বিভিন্ন ধরনের মাস্কে বাজার ছেয়ে গিয়েছে। কিন্তু কোনটা যথার্থ? উঠছে প্রশ্ন। মার্কিন গবেষকেরা জানিয়েছেন, এন ৯৫, সার্জিকাল, সুতির কাপড়ের বা যেই মাস্ক হোক না কেন, সিল্কের মাস্ক অনেক বেশি নিরাপদ।

সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিস্তর গবেষণার পরই এমনটা জানাচ্ছেন। সূত্রের খবর, সিল্কের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবায়াল, অ্যান্টিব্যাক্টিরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান মজুদ রয়েছে। এর থেকেই করোনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বলে জানা গিয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন, সিল্কের মাস্ক এন ৯৫ মাস্কের মতো সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম।