শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 নামখানা ব্লকে বামেদের প্রতিবাদ সভা

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৫, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: কেন্দ্র সরকার কৃষকদের জন্য যে কৃষি আইন পাস করিয়েছে তার বিরুদ্ধে সারাদেশের রাজনীতির পারদ একেবারে উর্ধ্বসীমায়।
পশ্চিমবঙ্গেও তার চেহারাটা কোনও অংশে কম নয়। বামেদের ডাকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বনধ, অবরোধ কর্মসূচি পালন হয়েছে।
যাতে কেন্দ্র সরকারের এই আইন বাতিল করা হয়। পশ্চিমবঙ্গে বামেদের ডাকা শুক্রবার সারা রাজ্যে মিছিল মিটিং ও রাস্তা অবরোধ করেই এর প্রতিবাদ জানানো হয়।
এই প্রতিবাদে সামিল হয়েছেন বামেদের নেতা-কর্মী সমর্থকবৃন্দ।
নামখানা ব্লকের দ্বারিকনগর হাসপাতাল মোড় এবং সাতমাইল বাজারে বামেদের ডাকা প্রতিবাদ সভায় সামিল হন ১০০ জনেরও বেশি কর্মী সমর্থক।

এই প্রসঙ্গে নামখানা এরিয়া কমিটির সেক্রেটারি কমরেড অকিঞ্চিৎ দাস বলেন, ভারতে ৭০ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন।
এই আইনে কৃষকরা ক্ষতির মুখে পড়বেন। আর কৃষকরা আক্রান্ত হলে কৃষি ব্যবস্থার ক্ষতি হবে। আর কৃষিব্যবস্থার ক্ষতি হলে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়বে।
আমরা চাই অবিলম্বে এই আইন বাতিল হোক।
তিনি আরও বলেন, এর প্রতিবাদে আজ আমরা নামখানা ব্লকের জেটিঘাট মৌসুনি দ্বীপের বালিয়ারা ও বাগডাঙ্গা বাজারেও প্রতিবাদ সভা হয়েছে।
যতক্ষণ না কেন্দ্রীয় সরকার এই বিল প্রত্যাহার না করবে ততদিন এই আন্দোলন চলবে।

ছবি- রাজীব