শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দরিদ্র অটো চালকদের হাতে তুলে দিলেন ত্রাণ

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৫, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং:

দরিদ্র অটো চালকদের কে সাহায্যে হাত বাড়িয়ে দিয়ে তাঁদের পাশে দাঁড়ালো এক সংস্থা।বৃহষ্পতিবার সকালে ক্যানিং অটো ষ্ট্যান্ড এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে দরিদ্র অটো চালকদের হাতে তুলে দিলেন ত্রাণ। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলার কো-অর্ডিনেটর পরেশ রাম দাস,মাতলা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান উত্তম দাস,মাতলা ১ গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপ প্রধান হরেন ঘোড়ুই,প্রদীপ দাস সহ অন্যান্যরা।
উল্লেখ্য করোনা তান্ডবে জর্জরিত সমগ্র দেশ। তারপর ২০ মে আম্ফান নামক সাইক্লোন তান্ডব চালিয়ে তছনছ করে দিয়েছে সমগ্র সুন্দরবনের জনজীবন।পাশিপাশি লকডাউন চলায় ক্ষতির সম্মুখীন দরিদ্র অটো চালক থেকে সাধারণ মানুষজন।

ক্যানিং,বাসন্তী,চুনাখালী,বারুইপুর,সরবেড়িয়া,হেড়োভাঙ্গা এলাকার দরিদ্র অটো চালকরা অসহায় ভাবে দিন যাপণ করছেন।এলাকার এমন ৩০০ অটো চালকের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছে বলে জানালে দক্ষিণ ২৪ পরগনা জেলার এক নামী অটো সংস্থার টীম লিডার সাহরুক সরদার।

অন্যদিকে জেলার কো-অর্ডিনেটর পরেশ রাম দাস বলেন “ইতিমধ্যে জেলার মথুরাপুর ১ ব্লক,ক্যানিং ১ ব্লক,বজবজ,বারুইপুর,ডায়মন্ডহারবার,কুলতলির জামতলা এলাকায় ১০ হাজারের ও বেশি অসহায় দুঃস্থ অটো চালকদের হাতে ত্রাণ তুলে দিয়েছে।পাশাপাশি সংস্থাটি আগামী দিনে পূর্ব মেদনীপুর,ঝাড়গ্রাম,মুর্শিদাবাদ,নদীয়া,উত্তর ২৪ পরগনা,হাওড়া এবং হুগলী সহ রাজ্যের মোট ১০ টি জেলায় দুঃস্থ অসহায় অটো চালকদের হাতে ত্রাণ তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়ায় উপকৃত হবেন দরিদ্র অটো চালকরা। ”
এদিন সকালে আচমকা পর্যাপ্ত পরিমান ত্রাণ সামগ্রী পেয়ে খুশি অটো চালক জিয়ারুল মোল্লা,আবুজাফর,জুম্মান লস্কররা।