বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশের ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৩, ২০২০
news-image

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ লক্ষ্মের গণ্ডি ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ভারতের নতুন করে ৮৩ হাজার ৩৪৭ জনের শরীরে মিলেছে সংক্রমণ। এই সময়ে প্রাণ হারিয়েছেন ১০৮৫জন। ভারতে ইতিমধ্যে সংক্রমিত হয়েছেন ৫৬ লক্ষ ৪৬ হাজার ০১১ জন। মারণ ভাইরাসের থাবায় মৃত্যু হয়েছে ৯০ হাজার ২০ জনের।

দেশের এই করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে দেশের ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের মধ্যে সবথেকে বেশি সংক্রমিত রাজ্য গুলোকে নিয়ে এই বৈঠক হতে চলেছে বলে জানা গিয়েছে। এদিন ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন নমো। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, পাঞ্জাব।

অন্যদিকে দেশবাসীর ফিটনেসকে উদ্বুদ্ধ করতে উদ্যোগী হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। ফিট ইন্ডিয়া মুভমেন্টের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ফিট ইন্ডিয়া ডায়লগ।