মাদক মামলায় দীপিকা পাড়ুকোনকে সমন পাঠাতে পারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো

অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় মাদক-যোগে এনসিবি জিজ্ঞাসাবাদের পর সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তার ভাই শৌভিককে গ্রেফতার করেছে অনেক আগেই। এ বার সেই সূত্রে বলিউডের অন্যদেরও ডাক পড়ছে। এদের মধ্যে রয়েছে স্টার কিড সারা আলি খান ও শ্রদ্ধা কাপুর।
মাদক মামলায় এবার বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মাদক মামলায় দীপিকা পাড়ুকোনকে সমন পাঠাতে পারে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।
চলতি সপ্তাহের মধ্যে মানে আগামী তিনদিনের মধ্যে দীপিকাকে সমন পাঠানো হবে বলে জানা গেছে। দীপিকার পাশাপাশি শ্রদ্ধা কাপুর, সারা আলি খান এবং রকুলপ্রীত সিংকেও সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
মাদককাণ্ডে ইতিমধ্যেই দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে সমন পাঠিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।