শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

 ১৬ দফা দাবীতে সমষ্টি উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন দিল সিপিআই(এম)

News Sundarban.com :
সেপ্টেম্বর ২১, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী,  বাঁকুড়া:

“অন্ধা কানুন ওয়াপোস লো”, “শ্রমিক-কৃষকদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কর্পোরেটদের স্বার্থে আনা আইনগুলি জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও”, “দেশের স্বার্থ বিকিয়ে রাষ্ট্রীয় সম্পদ বেচে দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে”, “কর্পোরেটদের হাজার হাজার কোটি টাকার ছাড় মিললেও গরিবদের হাতে নগদ টাকা দেওয়া যাচ্ছে না কেন মোদী সরকার জবাব দাও”, “সব গরিবকেই প্রতি মাসে বিনামূল্যে ১০কেজি খাদ্যশস্য দিতে হবে”, “MGNREGA প্রকল্পে বছরে ২০০দিন কাজ ও দৈনিক ৩০০/- টাকা মজুরী দিতে হবে”, “পরিযায়ী শ্রমিকদের খাদ্য ও কাজের ব্যাবস্থা করতে হবে” – স্লোগান সহযোগে সিপিআই(এম), বাঁকুড়া দক্ষিণ এরিয়া কমিটির ডাকে ১৬ দফা দাবীতে বাঁকুড়া ১নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে তিন শতাধিক শ্রমজীবী ও কৃষিজীবী মানুষ মিছিল করে পুয়াবাগান গ্রাম পরিক্রমা করে ডেপুটেশন কর্মসূচীতে সামিল হলেন। – ডেপুটেশনের আগে পুয়াবাগান বাস স্ট্যান্ড একটি বিক্ষোভ সভায় সিপিআই(এম) নেতা প্রতীপ মুখার্জী দেশের সম্পদ লুঠ ও দেশের গণতন্ত্রের কণ্ঠরোধের মোদী সরকারের অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

মিছিল ব্লক অফিসে পৌঁছলে মোহন ধবল ও সুনীল ঘোষের নেতৃত্বে ছয়জনের এক প্রতিনিধিদল বিডিও সাহেবকে ডেপুটেশন প্রদান করেন।ডেপুটেশন শেষে ব্লক চত্বরে অবস্থানকারীদের সামনে আলোচনার বিষয়বস্তু জানিয়ে বক্তব্য রাখেন উজ্জ্বল সরকার। ডেপুটেশনের আগে অবস্থানকারীদেরা সামনে দাবীসনদটি পাঠ করেন বিনোদ বাস্কে আর এছাড়াও বক্তব্য রাখেন প্রহ্লাদ মুখার্জী, হাবিল খান, শ্যামল দাস ও আমজাদ মোল্লা। – ১৬দফা দাবী আদায়ে লাগাতার কর্মসূচী চালিয়ে যাওয়ার অঙ্গীকারও অবস্থান বিক্ষোভ থেকে গ্রহণ করা হয়।