নতুন পার্লামেন্ট ভবন নির্মাণ করতে যাচ্ছে ভারত, ব্যয় হবে ১১ কোটি

নতুন পার্লামেন্ট ভবন নির্মাণ করতে যাচ্ছে ভারত। এই নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে দেশটির অন্যতম বৃহৎ ব্যবসায়ী গ্রুপ টাটা। এই নির্মাণকাজে জন্য ব্যয় হবে ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।
বিবিসির খবরে বলা হয়, ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনকালে নতুন এই ভবনের নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। রাজধানী নয়াদিল্লিতে বর্তমান পার্লামেন্ট ভবনের স্থানেই ত্রিভুজ আকৃতির তিনতলাবিশিষ্ট নতুন এ ভবন নির্মাণ করা হবে। দিল্লিতে ঔপনিবেশিক আমলের স্থাপনাগুলো আধুনিকায়নের অংশ হিসেবে ভারত সরকার এই পার্লামেন্ট ভবন নির্মাণ করছে। এসব স্থাপনা আধুনিকীকরণ প্রকল্পে ২৭০ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তবে সমালোচকেরা বলছেন, এই মুহূর্তে পার্লামেন্ট ভবন নির্মাণে এত টাকা (রুপি) ব্যয় করা উচিত হবে না। সরকারের উচিত এখন করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে অর্থ ব্যয় করা। ভারতে বর্তমানে ৫০ লাখের বেশি শনাক্ত হওয়া করোনা রোগী রয়েছেন, যা বিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ। এর মধ্যে ৮০ হাজারের বেশি মারা গেছেন।