বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দীর্ঘদিন বাদে দেশের মাটিতে পা রাখতে পেরে খুশি তাঁরা

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৭, ২০২০
news-image

বন্দে ভারত মিশনের মাধ্যমে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে। আর এই লকডাউনের ফলে ভুটানে আটকে পড়েছে বহু ভারতীয়। প্রায় ছয় মাস আটকে থাকার আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও ভুটান সরকারের সহযোগিতায় জয়ঁগাতে ফিরলেন কয়েকশো ভারতীয়। দীর্ঘদিন বাদে দেশের মাটিতে পা রাখতে পেরে খুশি তাঁরা। এদের অধিকাংশ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা।

মঙ্গলবার জয়ঁগা ভুটান গেট হয়ে তারা জয়ঁগাতে ফিরে আসে এবং তাদের স্ব‍্যাস্থদপ্তরের থেকে লালারস নমুনা নেওয়া হয় ও স্ব‍াস্থ্য পরীক্ষা করা হয়। আগতদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার বিধায়ক সৌরভ চক্রবর্তী, আলিপুরদুয়ার জেলাফরিষদের সদস্য পাসাং ডিকি শেরপা ।