আগামী জানুয়ারিতে বিরুষ্কা দম্পতির ঘরে আসবে নতুন অতিথি

মা হচ্ছেন আনুশকা শর্মা। আগামী জানুয়ারিতে বিরুষ্কা দম্পতির ঘরে আসবে নতুন অতিথি। তাই মা হওয়ার আগে নতুন কোন ছবিতে অভিনয় করতে পারছেন না এ অভিনেত্রী। তবে মা হওয়ার পর ‘আদিপুরুষ’ নামে একটি ছবিতে শুটিং করবেন বলে খবর ।
প্রাচীন ভারতীয় সূর্যবংশীয় রাজাদের কাহিনী অবলম্বনে মহর্ষী বাল্মীকি রচিত সংস্কৃত মহাকাব্য ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিত হবে ‘আদিপুরুষ’। ওম রাউত পরিচালিত এ সিনেমায় রাম চরিত্রে দেখা যাবে তাকে প্রভাসকে। গুঞ্জন উঠেছে, সিনেমায় প্রভাসের সীতা চরিত্রে অভিনয় করবেন আনুশকা শর্মা।
কিন্তু গুঞ্জন উড়িয়ে দিয়ে আনুশকার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, মা হওয়ার পরপরই কাজে ফিরতে চাইছেন আনুশকা। খুব শিগগির তিনি বড় ধরনের ঘোষণা দেবেন। কিন্তু আদিপুরুষ সিনেমাটি তার পরিকল্পনায় নেই। তিনি এই প্রজেক্টের সঙ্গে যুক্ত নন এবং এতে অভিনয় করছেন না।