বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে ৩১ জনের মৃত্যু

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৩, ২০২০
news-image

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় রাজ্যগুলোতে ছড়িয়ে পড়া দাবানলে কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। শুধু ওরেগনেই কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। রাজ্যটির এক কর্মকর্তা বলেছেন, সেখানে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

গত তিন সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া, ওরেগন ও ওয়াশিংটন রাজ্যের বিস্তৃত এলাকা। প্রবল বাতাসের কারণে দাবানল আরও তীব্র হয়ে ছড়িয়ে পড়ছে। এতে হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, পুড়েছে মিলিয়ন একর এলাকা। প্রায় ১০ হাজার মানুষ বাধ্যতামূলকভাবে তাদের বাড়িঘর ছেড়েছেন। খবর বিবিসির

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন শনিবার সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তন আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতা অস্বীকার করার জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেন।

এদিকে ট্রাম্প শনিবার এক ব্রিফিংয়ে দাবানলের কারণ হিসেবে দুর্বল বন ব্যবস্থাপনাকে দায়ী করেছেন।