শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁকুড়ায় বেতনের দাবিতে শতাধিক শ্রমিক বিক্ষোভ দেখালেন

News Sundarban.com :
সেপ্টেম্বর ১২, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী,  বাঁকুড়া:

বাঁকুড়ার বড়জোড়া নর্থ ব্লক কলিয়ারিতে আজ সাতসকালেই বেতনের দাবিতে শতাধিক শ্রমিক বিক্ষোভ দেখালেন।
সূত্রের খবর, ওই কোলিয়ারি তে কয়লা উত্তোলনের দায়িত্বে থাকা ছ’শ শ্রমিক বিক্ষোভে যোগ দিয়েছেন । তারাই কয়লা তোলা, পরিবহন ও যন্ত্র চালানোর মতো বিভিন্ন কাজ করেন। শ্রমিক দের অভিযোগ গত এপ্রিল মাসে বেতন বাড়ানোর কথা ছিল কিন্তু এখনো তা হয়নি। তাদের আরো অভিযোগ উনিশ সালের নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় কাজ করেছেন শ্রমিকরা । তাও কোম্পানি তাদের শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন। দাবি না মেটা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন।

দায়িত্বপ্রাপ্ত সংস্থাটির দাবি বড়জোড়া নর্থ ব্লক কোলিয়ারি থেকে দৈনিক প্রায় ছয় হাজার টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা রয়েছে। কিন্তু নানা সমস্যার জন্য তা পূরণ হয় না । দৈনিক গড়ে প্রায় তিন হাজার টন কয়লা উত্তোলন হয় ।
সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দীনেশ সিং বলেন – করোনা পরিস্থিতির জন্য বহু আধিকারিক কাজে যোগ দিতে পারছেনা তাই বার্ষিক বেতন বৃদ্ধিতে দেরি হচ্ছে । পরিস্থিতি একটু স্বাভাবিক হলে বেতন বাড়ানো হবে ।