বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সীমান্ত দিয়ে জাল নোট পাচারের ঘটনা সামনে এসেছে

News Sundarban.com :
সেপ্টেম্বর ৭, ২০২০
news-image

শুধুমাত্র ভুখন্ড দখলই নয়, এছাড়াও একের পর এক বিষয় নিয়ে অশান্তি পিছু ছাড়ছে ভারতের। একদিকে চিন অন্যদিকে নেপাল ।প্রতিবেশী দেশের সঙ্গে সমঝোতার মাধ্যমে মীমাংসা চাইলেও অনড় প্রতিপক্ষ।

চিনের সঙ্গে সখ্যতা করতে গিয়ে দিল্লির সঙ্গে শত্রুতার পথে হাঁটছে নেপাল। অপরদিকে সে সুযোগ নিচ্ছে পাকিস্থান। সূত্রের খবর, দাউদ ইব্রাহিমের নেটওয়ার্ক কাজে লাগিয়ে নেপাল সীমান্ত দিয়ে ভারতে গুপ্তচরের কারবার চালাচ্ছে পাকিস্থানের আইএসআই গোষ্ঠী।

গোপন সূত্রে খবর পেয়ে ভারতের তদন্তকারী সংস্থা (NIA) এর তরফে জারি করা হয়েছে সতর্কবার্তা। এখনও পর্যন্ত কোনও জঙ্গি প্রবেশের খবর না এলেও জাল নোট পাচারের ঘটনা সামনে এসেছে। অভিযুক্তদের মধ্যে একজন পাকিস্থানের প্রাক্তন মন্ত্রীর ছেলে বলে জানা গিয়েছে।

এই নেপাল সীমান্তকে সামনে রেখেই উত্তরপ্রদেশে পাচার করা হচ্ছে দু হাজার ও পাঁচশ টাকার জাল নোট। সূত্রের খবর গত সপ্তাহেই ১ লক্ষ ২৫ হাজার টাকা জাল নোট সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকেই নেপাল সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে।