শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এনআরএস হাসপাতালের শৌচালয় থেকেই উদ্ধার ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তি

News Sundarban.com :
সেপ্টেম্বর ৭, ২০২০
news-image

হাসপাতাল সূত্রে খবর, চারদিন আগেই তিনি এনআরএস হাসপাতালে করোনার চিকিতসার জন্য আসেন আত্মঘাতী ওই ব্যক্তি। এদিন এনআরএস হাসপাতালের তিনতলার চেস্ট বিল্ডিং এর পাশে একটি শৌচালয় থেকেই উদ্ধার হয় ওই ব্যক্তি।

তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে হাসপাতালের আরও কর্মী ও পুলিশে খবর দেওয়া হয়। ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করার পর, তাঁর বাড়িতে খব দেওয়া হয়। জানা গিয়েছে, রাজকুমার বেরা নামে আত্মঘাতী ওই যুবক দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের বাসিন্দা। অনেক আগে থেকেই তিনি এনআরএস হাসপাতালের হেমাটোলজি বিভাগে চিকিতসারত ছিলেন।

কয়েকদিন আগেই করোনা পজিটিভ হয়েছেন তিনি, আর তা শুনেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেন রাজকুমার বেরা। প্রসঙ্গত, এর আগে ৮ আগস্ট মেডিকেল কলেজেও একজন করোনা রোগী চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। হাসপাতাল কর্মীরা দেখে ফেলায় আটকানো হয় তাঁকে। তবে এনআরএস হাসপাতালের এই ঘটনা রাজ্যে এই প্রথমবারই ঘটল।