বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভিগনেশ্বরা সিমেন্ট কারখানার শ্রমিকদের সভা, ডেপুটেশন ও আংশিক দাবী আদায়

News Sundarban.com :
সেপ্টেম্বর ৬, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী,  বাঁকুড়া:

২০১৮ সালের ডিসেম্বরে মজুরী চুক্তি শেষ হয়ে গেলেও করা হয়নি নতুন মজুরী চুক্তি, ২০২০ সালের আট মাস পেরিয়ে গেলেও এখনও মিটিয়ে দেওয়া হয়নি ২০১৯ সালের লিভ এনক্যাসমেন্টের টাকা,টালবাহানা চলছে চারজন সাসপেন্ড শ্রমিকের সাসপেনশন প্রত্যাহারের ব্যাপারেও – এই বিষয়গুলিকে সামনে রেখে পঃবঃ ক্ষুদ্র সিমেন্ট শিল্প শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে আজ বাঁকুড়া শহর সংলগ্ন পুরন্দরপুরের ভিগনেশ্বরা সিমেন্ট কারখানার শ্রমিকরা সভা করে ডেপুটেশন দিলেন স্থানীয় পরিচালন কর্তৃপক্ষকে।

আলোচনায় বকেয়া প্রদান ও সাসপেনশন প্রত্যাহার সেপ্টেম্বর মাসের মধ্যেই পূরণ করার দাবী কর্তৃপক্ষ মেনে নেন এবং মজূরী চুক্তির ব্যাপারে করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা লাঘব হলেই বিবেচনা করার প্রতিশ্রুতি প্রদান করেন। – শ্রমিকদের এই সভায় ও ডেপুটেশনে নেতৃত্ব প্রদান করেন ও বক্তব্য রাখেন সিআইটিইউ নেতা প্রতীপ মুখার্জী, উজ্জ্বল সরকার ও ইউনিয়নের সম্পাদক অমলেশ চট্টরাজ।