মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সুন্দরবনের মাছ চাষীদের মাচের পোনা বিতরণ

News Sundarban.com :
সেপ্টেম্বর ৪, ২০২০
news-image

বিশ্লেষণ মজুমদার, ক্যানিং –

২০ মে সুপার সাইক্লোন আম্ফানের দাপটে তছনছ হয়ে গিয়েছিল গোটা সুন্দরবন।ভেঙে পড়েছিল প্রচুর গাছপালা,বাড়িঘর এমন কি জোয়ারের সময় নদীর লবণাক্ত জল চাষের জমিতে এবং পুকুরে ঢুকে গিয়ে ক্ষতি করেছে প্রচুর চাষের জমি,পুকুরের মাছ। পাশাপাশি প্রচুর ক্ষতি হয়েছে সুন্দরবনের বিভিন্ন এলাকার মিষ্টি জলের মাছ চাষও। ধীরে ধীরে রাজ্য সরকারে সহযোগিতা ক্ষতে প্রলেপ দিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে সুন্দরবনের আম্ফান বিধ্বস্ত পরিবার গুলো।ইতি মধ্যে সুন্দরনের মিষ্টি জলের পুকুর গুলি মাছ চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও করোনা আর আম্ফানের দাপটে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়েছেন সুন্দরবন এলাকার পিছিয়েপড়া বাসন্তী ব্লকের চুনাখালি গ্রাম পঞ্চায়েতের বড়িয়া মৌজার আদিবাসী সম্প্রদায়ের মাছ চাষীরা।

সুন্দরবনের বুকে মিষ্টি জলে মাছ চাষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন যাতে করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে, তার জন্য বাসন্তী ব্লকের সহ কৃষি আধিকারীকের দফতর থেকে আম্ফান ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের কে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।বৃহষ্পতিবার বড়িয়া মৌজার প্রায় ২০০ মাছ চাষীর হাতে ৫ কেজি করে মাছের পোনা তুলে দেন বাসন্তী ব্লকের সহ কৃষি আধিকারীক রামদাস মান্ডি।