শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘নার্স বা ডাক্তারবাবুর করোনা পজিটিভ রেজাল্ট এলেই গোটা ওয়ার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে’

News Sundarban.com :
সেপ্টেম্বর ৪, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া: 

কেন্দ্রের প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার বাঁকুড়া সন্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে দেড়শ কোটি টাকার যে ফান্ড দেওয়া হয়েছিল, যা দিয়ে বিল্ডিং সমেত পরিকাঠামো রেডি হয়ে আছে তা রাজ্য সরকারের সিদ্ধান্ত হীনতার কারনে এই কঠিন মহামারী পরিস্থিতিতে কাজে আসছে না। সাংসদ তথা রাজ্য বিজেপির সহ-সভাপতি ডাঃ সুভাষ সরকার আজ বাঁকুড়া সন্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ও অধ্যক্ষের সাথে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরিস্থিতি নিয়ে কোন পরিকল্পনা নেই। একটা বিভাগের কয়েকজন নার্স বা ডাক্তারবাবুর করোনা পজিটিভ রেজাল্ট এলেই গোটা ওয়ার্ড বন্ধ করে দেওয়া হচ্ছে। সুভাষ বাবুর মতে ওয়ার্ডে পার্টিশন করে রোগী ভর্তি রাখা যেতো।সাংসদ বলেন, সাধারণ রোগীরা বর্তমানে পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, করোনার অজুহাত দেখিয়ে।