বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নামখানায় ধরা পড়ল বাঘরোল

News Sundarban.com :
সেপ্টেম্বর ৪, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  দ্বারিকনগর অঞ্চলে ধরা পড়ল বাঘরোল। নামখানা ব্লকের দ্বারিকনগর অঞ্চলের এক স্থানীয়র বাড়িতে প্রায় সময় আসতে দেখা যায় বাঘরোলটিকে।

সূত্রে খবর, ওই এলাকায় একটি পোলট্রি ফার্ম রয়েছে। ফার্মে মুরগি প্রতিপালন করা হয়। মুরগি তাদের ডিম খাওয়া লোভেই বাঘরোলটি সব সময় আসতো। বেশ কয়েকবার পোল্ট্রি ফার্ম থেকে মুরগি ধরেও নিয়ে গেছে সে। যার ফলে পোল্ট্রি ফার্মের মালিক ফাঁদ পেতে রাখেন। সেই ফাঁদেই আটকা পড়ে বাঘরোলটি।

পরে বনদপ্তরের কর্মীরা এসে খাঁচায় বন্দী করে নিয়ে যায়। তবে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে ফাঁদে বাঘ ধরা পড়েছে। করোনা আতঙ্ক , সামাজিক দূরত্ব ভুলে ‘বাঘ’ দেখতে এলাকাতে ভিড় জমায় স্থানীয় থেকে শুরু করেন দূর-দূরান্তের মানুষজন। পরে তাদের বুঝিয়ে দেওয়া হয় এটি আসলে বাঘের মতো দেখতে হলেও বাঘ নয়, সে আসলে বাঘরোল।