শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নজিরবিহীন কাদা ছোড়াছুড়ি নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুত

News Sundarban.com :
আগস্ট ২৯, ২০২০
news-image

যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও অনেক কুৎসিত দিক আছে। তবে এ কথা আগে কেউ কি কখনও শুনেছেন যে, প্রধান দুটি দলের কোনো প্রেসিডেন্ট প্রার্থী তার প্রতিদ্বন্দ্বীকে মাদকাসক্তির দায়ে অভিযুক্ত করেছেন? প্রেসিডেন্ট পদে আসীন থেকেই নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ফলাফল প্রত্যাখ্যান করার ইঙ্গিত দিচ্ছেন কোনো নেতা? পরাজিত হলে প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়তে টালবাহানা করতে পারেন বলে প্রতিপক্ষ অভিযোগ করেছে কখনও? যুক্তরাষ্ট্রের নির্বাচনে বড় চমক দুই প্রার্থীর উত্তপ্ত বিতর্ক বাদ দেওয়ার দাবি তুলেছেন প্রভাবশালী কোনো রাজনীতিক?

এ ধরনের নজিরবিহীন কাদা ছোড়াছুড়ি সঙ্গে নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে বিশ্বের একক পরাশক্তি যুক্তরাষ্ট্র। নির্বাচনে লড়াইয়ের জন্য ডেমোক্রেটিক দল থেকে জো বাইডেন আগেই মনোনয়ন পেয়েছেন। আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বৃহস্পতিবার রিপাবলিকান দলের মনোনয়ন গ্রহণ করেছেন। এখন পর্যন্ত জনমত জরিপে বাইডেন সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। ট্রাম্পও হাল ছাড়ার পাত্র নন। তিনি জয় ছিনিয়ে নিতে বদ্ধপরিকর।