এবার লন্ডনে প্রদর্শিত হবে ফাখরুল আরেফীন খানের গণ্ডি

এবার লন্ডনে প্রদর্শিত হবে ফাখরুল আরেফীন খানের ‘গণ্ডি’। আসছে ১৮ অক্টোবর থেকে লন্ডনে শুরু হচ্ছে ‘২১তম রেইনবো চলচ্চিত্র উৎসব’ যা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। জানা গেছে, উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ‘গণ্ডি’। সম্প্রতি উৎসব কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজ ও অনলাইনে এই সংবাদ প্রকাশ করেছে। পাশাপাশি ছবির নির্মাতাও খবরটি নিশ্চিত করে বলেন, ‘করোনাকালে অনলাইনে রেইনবো চলচ্চিত্র উৎসব আমাদের ছবি দিয়ে উদ্বোধন করবে, এটা আমাদের জন্য দারুণ এক সংবাদ।’
গত ৭ ফেব্রুয়ারি মুক্তি পায় ছবিটি। শুভজিৎ রায়ের ‘পথের সাথী’ গল্প অবলম্বনে নির্মিত এই ছবির গল্প দুই অচেনা বয়স্ক মানুষকে ঘিরে। তারা বাড়িতে একা থাকেন। ছেলেমেয়েরা বিদেশে নিজেদের মতো ব্যস্ত। কোনো একদিন এই দু’জনের পরিচয় হয়। আলাপ হয়। নিজের সিদ্ধান্তে তারা বাঁচতে চায়। বাধা হয়ে দাঁড়ায় পরিবারের মানুষ। রোমান্টিক কমেডি ঘরানার ‘গণ্ডি’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, পায়েল মুখার্জি প্রমুখ।