শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

১৯৬২ সালের পর এটাই সবচেয়ে গুরুতর পরিস্থিতি : পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

News Sundarban.com :
আগস্ট ২৭, ২০২০
news-image

১৯৬২ সালের পর ভারত-চিনের এটাই হয়তো সবথেকে বড় যুদ্ধ, সবথেকে সংঙ্কটজনক সময়।ভারতের লাদাখ সীমান্ত নিয়ে ভারত-চিন সংঘর্ষের কথা বলতে গিয়ে এমনই বললেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক ইংরেজি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এস জয়শঙ্কর জানান, ১৯৬২ সালের পর এটাই সবচেয়ে গুরুতর পরিস্থিতি। আজ ৪৫ বছর পর লাদাখ সীমান্তে সামরিক যুদ্ধ হল।বর্তমানে এলওসি-তে ভারত-পাক উভয় পক্ষেরই সামরিক বাহিনী মোতায়েন রয়েছে।

পূর্ব লাদাখের কিছু অংশে ভারত ও চিন একাধিক দফায় দফায় একাধিকবার সামরিক ও কূটনৈতিক বৈঠক করেছে। গত মে মাস থেকেই ভারত ও চিন একটি স্ট্যান্ড অফ এ আটকে রয়েছে বলা যায়। প্রসঙ্গত, গত ১৫ জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চিন সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের হতাহতের পর প্রায় ২০ জন জওয়ান নিহত হন।

তিনি বলেন, আগে সীমান্তের পরিস্থিতি কূটনীতির মাধ্যমেই সমাধান করা যেত। দেপসাং, চুমার ও ডোকলাম এর ক্ষেত্রেও তাই হয়েছে। এস জয়শঙ্কর আরও বলেন, একতরফা ভাবে সমস্যা সমাধান না করে চুক্তি ও সমঝোতা সম্মানের বিষয়ে চিনের সঙ্গে পরিস্থিতি সমাধানের পূর্বাভাস দিতে হবে।