বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রেমিকাকে অপহরণ ও খুনের ঘটনায় যুবককে যাবজ্জীবন সাজা ঘোষনা

News Sundarban.com :
আগস্ট ২৬, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া:

প্রেমিকাকে অপহরণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করে আজ বাঁকুড়া অতিরিক্ত বিচারক ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সুরেশ বিশ্বকর্মা উদয়ন দাস নামে এক যুবককে যাবজ্জীবন সাজা ঘোষনা করেছেন।

মামলার বিবরনে প্রকাশ,২০১৬ সালে জুলাই মাসে আকাঙ্খা শর্মা নামে এক তরুনী দিল্লী যান তার প্রেমিক উদয়ন দাসের আহ্বানে। আকাঙ্খার বাড়ীর লোকেরা দীর্ঘদিন তার কোন সন্ধান না পেয়ে বাঁকুড়া কোতয়ালী থানায় ২০১৬ সালের ডিসেম্বর মাসের ৫ তারিখে নিরুদ্দেশের ডায়েরী করে।পুলিস ঐ তরুনীর মোবাইল ট্র্যাক করে তার প্রেমিক উদয়ন দাসকে ২০১৭ সালের ২ রা ফেব্রুয়ারী তার বাড়ী ভোপাল থেকে আটক করে।জিজ্ঞাসাবাদে উদয়ন স্বীকার করে সে আকাঙ্খাকে খুন করে তার বাড়ীর মেঝেতে পুঁতে দিয়েছে। পুলিস খনন করে এক কঙ্কাল উদ্ধার করে। পরে দীর্ঘ তদন্ত শেষে উদয়নের বিরুদ্ধে বাঁকুড়া আদালতে অপহরন ও খুনের মামলা রুজু করে।আজ বিচারক তাকে ৩০২ ও ২০১ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অরুন চ্যাটার্জী পাবলিক প্রসিকিউটরই ছিলেন সরকারী পক্ষে অন্যদিকে অভিষেক বিশ্বাস ছিলেন দোষীর পক্ষে।

রায় ঘোষনা হলে আকাঙ্খার বাবা শ্রীবেন্দু শর্মা বলেন, দোষীর প্রানদন্ডের সাজা হলে তাঁর পরিবার খুশী হতেন।
উল্লেখ্, উদয়নের বিরুদ্ধে তার নিজের মা,বাবাকে খুন করে বাড়ীর বাগানে পুঁতে ফেলার আরেকটি মামলা চলছে ছত্রিশগড়ে।