শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েছেন নেইমার

News Sundarban.com :
আগস্ট ২৪, ২০২০
news-image

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েছেন নেইমার। ম্যাচ শেষ না হতেই টুইটারে সেই ভিডিও ঘুরছে। বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার ডেভিড আলাবা এবং কোচ হানসি ফ্লিক সান্তনা দিচ্ছেন ব্রাজিলের পিএসজি ফরোয়ার্ডকে। ফাইনালে নেইমারকে তার সেরা ছন্দে দেখা যায়নি। কাউন্টার অ্যাটাক নির্ভর খেলা পিএসজি কোচ টমাখ টুখেল নেইমার-এমবাপ্পেদের থেকে সেরাটা বের করতে পারেননি।

তারপরও সুযোগ পেয়েছেন নেইমার-এমবাপ্পে দু’জনেই। কিন্তু ম্যাচের শুরুতে পাওয়া সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তারা। এর মধ্যে এমবাপ্পের বাড়ানো অসাধারণ থ্রুতে সরাসরি শট নেন নেইমার। কিন্তু তার নিচু করে নেওয়া শট বায়ার্ন মিউনিখ গোলরক্ষক ম্যানুয়েল ন্যয়ারের শরীরে বেধে যায়। হতাশ হন নেইমার। হতাশ করেন দলকে। ম্যাচ শেষেও সেই হতাশা ঘিরে ধরে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডকে।

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজি আসেন নেইমার। মেসির ছায়া থেকে বেরিয়ে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের আশা নিয়ে। ব্যালন ডি’ অরের স্বপ্ন নিয়ে। চ্যালেঞ্জ জয় করতে মোটা অর্থ খরচায় নেইমারের জুটি হিসেবে এমবাপ্পেকে এনে দেয় পিএসজি। কিন্তু প্রথম দুই মৌসুমে নেইমারের ইনজুরির কারণে হতাশ হয় পিএসজি।