শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নৌকা ডুবি ঘটনায় মৃত পরিবারের হাতে তুলে দেওয়া হল ২ লক্ষ টাকার চেক

News Sundarban.com :
আগস্ট ২৪, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক:  মাতলা নদীর সংযোগস্থলে নদীতে নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃত দুটি পরিবাররের হাতে ২ লক্ষ টাকা করে চেক তুলে দিলেন বাসন্তী বিডিও সৌগত সাহা।শনিবার সন্ধ্যায় বাসন্তীর ৫ নম্বর ভরতগড় গ্রামে গিয়ে মৃত ৩ বছরের শিশু কন্যা রেশমা মীরের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।চেকটি গ্রহণ করেন মৃত শিশু কন্যার মা মিনারা জমাদার মীর।অপরদিকে মৃত আনজেদ জমাদারের (৪৫) পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন বাসন্তী বিডিও সৌগত সাহা।

এদিন ৬ নম্বর সোনাখালি গ্রামে গিয়ে মৃতের পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়।উল্লেখ্য গত ২০ আগস্ট দুপুর আড়াই টায় দক্ষিণ ২৪ পরগনার হোগল-মাতলা নদীর সংযোগস্থল পুরন্দর সংলগ্ন মগখালি এলাকায় নদীর ঢেউয়ের তোড়ে নৌকা ডুবে গেলে মৃত্যু হয় তিন বছরের শিশু কন্যা রেশমা মীর এবং নিখোঁজ হয় আনজেদ জমাদার নামে এক ব্যক্তি।গত ২২ আগস্ট নিখোঁজ আনজেদ জমাদারের দেহ উদ্ধার করে পুলিশ মাতলা নদীর ডাবু এলাকা থেকে।