মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবজাতক-প্রসূতিকে বাড়ি ফেরালো সাংবাদিকরা

News Sundarban.com :
আগস্ট ২৩, ২০২০
news-image
নিজস্ব সংবাদদাতা  কালনা : বেহাল রাস্তার অজুহাতে মাতৃযান যেতে অস্বীকার করায় দীর্ঘক্ষন হাসপাতালের বাইরে বসে অপেক্ষা করতে হলো সদ্যোজাত শিশু ও প্রসূতিকে। শেষে দুজন সাংবাদিকের হস্তক্ষেপে বাড়ি ফিরতে পারলেন ওই নবজাতক ও প্রসূতি। ঘটনাটি ঘটের রবিবার কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে। দিন পাঁচেক আগে প্রসব হওয়ার জন্য এই হাসপাতালে ভর্তি হন নাদনঘাট থানার নপাড়া গ্রামের প্রসূতি ফিরোজা বিবি। প্রসব হওয়ার পর রবিবার সকালের ছুটি দেওয়া হয় প্রসূতি ও তার নবজাতককে। ওয়ার্ড থেকে বেরিয়ে আসার পর তাকে গেটে মাতৃ জানের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘক্ষণ।
অভিযোগ মাতৃযানের চালক রাস্তার বেহাল দশার অজুহাতে যেতে অস্বীকার করেন। বিষয়টি প্রসূতির পরিবারের লোকজন হাসপাতালে বিভিন্ন বিভাগে বলেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ। শেষে হাসপাতালে খবরের সন্ধানে আসা দুই সাংবাদিক সঞ্জয় রাজবংশী ও আকাশ পালের নজরে আসে। শেষে তাদের হস্তক্ষেপে একটি অ্যাম্বুলেন্স ওই প্রসূতি ও নবজাতককে বাড়ি নিয়ে যেতে রাজি হয়। তারপরেই নবজাতককে নিয়ে প্রসূতি দীর্ঘক্ষন অপেক্ষা করার পর বাড়ি ফিরতে সক্ষম হয়। এই অমানবিক ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠে গেছে। এই ধরনের ঘটনা ঘটবে কেন ? বিষয়টি সাংবাদিকরা হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে, কর্তৃপক্ষ খতিয়ে দেখার আশ্বাস দেন।