শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নামখানা ব্লকের পাতিবুনিয়া দুইয়ের ঘেরি অঞ্চলে নদী ভাঙ্গন

News Sundarban.com :
আগস্ট ২১, ২০২০
news-image

ঝোটন রায় পাতিবুনিয়া:

নামখানা ব্লকের পাতিবুনিয়া দুইয়ের ঘেরি অঞ্চলে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। সূত্রে খবর আজ সকালে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে নদীবাহিত মাটি আলগা হয়ে যাওয়া এবং নদীর জোয়ারের জল বৃদ্ধির ফলে এমনই ঘটনা ঘটেছে।

এই সব এলাকায় জোয়ারের জল উচ্চতা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বৃদ্ধি পেয়েছে। ফলে উপকূলের বিস্তীর্ণ এলাকায় চলছে জোয়ার ভাটার খেলা। জল বন্দি হয়ে পড়েছেন বেশ কয়েকটি বাড়ি। জোয়ারের জল ঢুকে পড়লেন এই সব এলাকায় মানুষের দুর্ভোগ চরমে ওঠে। জল নামলেও কিন্তু দুর্ভোগ কমছে না। জলে ভেসে গেছে সদ্য ধানের চাষ ও মিষ্টি জলে মাছ চাষ। নষ্ট হচ্ছে রাস্তাঘাট, কাঁচা ঘরবাড়ি।
স্থানীয় বাসিন্দা সুব্রত পাত্র দাস বলেন, ৩০ ফুটের মতো বাঁধ ভেঙেছে। এছাড়া ২০ টির বেশি বাড়িতে নদীর জল ঢুকেছে। এবং কাছাকাছি জায়গাগুলোতে বাঁধের পরিস্থিতি একটু ভালো হওয়ায় বাঁধ উপচে এলাকায় জল ঢুকেছে।
প্রথম ঘেরি এবং দুইয়ের ঘেরি এই দুটি জায়গায় নদী ভাঙ্গনের ফলে ভয়াবহ রূপ নিয়েছে।

এই প্রসঙ্গে শিবরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গীতা কাঁপ বলেন, প্রকৃতির সঙ্গে লড়াই করে আমরা অনবরত কাজ করে চলেছি। আমরা ইরিগেশন ডিপার্টমেন্টে খবর দিয়েছি। আগামীকাল উনারা আসছেন। যত তাড়াতাড়ি সম্ভব নদী বাঁধ মেরামতির কাজ শুরু হবে।