শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লকডাউনে ঘরে বসে বই পড়ছেন শিল্পী অ্যাডেলে

News Sundarban.com :
আগস্ট ২০, ২০২০
news-image

গ্র্যামিজয়ী ব্রিটিশ কণ্ঠশিল্পী অ্যাডেলের নতুন অ্যালবামের সময় ঘনিয়ে এসেছে। কিন্তু করোনার কারণে এ বছর তাঁর অ্যালবামটির প্রকাশ হয়ে পড়েছে অনিশ্চিত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্তের মন্তব্যে সাড়া দিয়ে সে রকম ইঙ্গিত দিয়েছেন এই শিল্পী।

লকডাউনে ঘরে বসে বই পড়ছেন শিল্পী অ্যাডেলে। সম্প্রতি পড়া একটি অসাধারণ বইয়ের কথা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন তিনি। মার্কিন লেখিকা গ্লেনন ডয়েলির লেখা আনটেমড বইটি প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘বইটি মস্তিষ্ক নাড়িয়ে দেবে, হৃদয় কাঁদিয়ে দেবে।’ সেখানে এক ভক্ত লিখেছেন, ‘অ্যালবামের খবর কী?’ প্রত্যুত্তরে অ্যাডেলে লিখেছেন, ‘আমার সত্যিই কোনো ধারণা নেই।’

করোনার দমক প্রায় সামলে নিয়েছে পৃথিবী। এরই মধ্যে প্রকাশিত হতে শুরু করেছে নতুন গান। কিন্তু অ্যাডেলের অ্যালবাম এখনই প্রকাশিত হচ্ছে না। ঠিক পাঁচ বছর আগে টোয়েন্টি ফাইভ অ্যালবামটি দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। তার ঠিক পাঁচ বছর আগে বের হয় তাঁর আরেক অ্যালবাম টোয়েন্টি ওয়ান। কথা ছিল, পাঁচ বছরের ব্যবধানে ২০২০ সালেই আসবে তাঁর নতুন অ্যালবাম। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ঘনিষ্ঠ বন্ধু লরা ডকরিলের বিয়েতে গাইতে গাইতেই জানিয়েছিলেন, সেপ্টেম্বর মাসে নতুন অ্যালবাম বেরোবে। কিন্তু করোনাভাইরাসের থাবা পৃথিবীর যাবতীয় পরিকল্পনা ভন্ডুল করে দিয়েছে।

গত জুন মাসে সংগীত পরিবেশনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন অ্যাডেলে। এক উৎসুক ভক্ত সেখানে জিজ্ঞেস করেন, ‘টিজার নাকি? অ্যালবাম কি আজই আসছে? এক্ষুনি বলুন!’ প্রত্যুত্তরে অ্যাডেলে বলেন, ‘অবশ্যই না। করোনা এখনো শেষ হয়নি। আমি কোয়ারেন্টিনে। মাস্ক পরুন এবং ধৈর্য ধরুন।’

অ্যাডেলের নতুন অ্যালবাম প্রসঙ্গে জানতে চাইলে তাঁর ব্যবস্থাপক জনাথন ডিকিনস মিউজিক উইককে জানিয়েছেন বিলম্বের কথা। তিনি বলেন, ‘অ্যালবামটি পূর্বনির্ধারিত সময়ে বের হবে না, যখন হওয়ার তখনই হবে। অ্যালবাম প্রস্তুত হলেই জানানো হবে। তবে কোনো তারিখ দেওয়া যাবে না। মিউজিক শেষ, টুকটাক কাজ এখনো বাকি।’ -ভ্যানিটি ফেয়ার