বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের মানুষ ভারতের পক্ষ নিতেই পছন্দ করে

News Sundarban.com :
আগস্ট ২০, ২০২০
news-image

চীন নয়, ভারতের পক্ষ নিতেই পছন্দ করে যুক্তরাষ্ট্রের মানুষ। ভারত-চীন সামরিক ও অর্থনৈতিক দ্বন্দ্বে প্রায় সব মার্কিনীই চায়, যুক্তরাষ্ট্র সরকার নয়াদিল্লিকেই সমর্থন করুক। অস্ট্রেলিয়া ভিত্তিক থিঙ্কট্যাংক লোওয়ি ইনস্টিটিউটের সাম্প্রতিক এক জরিপে এটিই উঠে এসেছে।

সম্প্রতি চীন ও ভারতের সেনাবাহিনী সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এছাড়া দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে দুই দেশের বিনিয়োগসহ অর্থনৈতিক প্রতিযোগিতাও লক্ষণীয়। এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের মানুষের মনোভাব জানতে গত ৭ জুলাই ওয়েব সার্ভে চালায় লোওয়ি ইনস্টিটিউট।

জরিপে অংশ নেন যুক্তরাষ্ট্রের ১ হাজার ১২ জন। তারা বেশিরভাগই চীন-ভারত দ্বন্দ্বে ভারতের পক্ষপাতি। জরিপে দেখা যায়, চীন কিংবা ভারত যদি একে অপরের ওপর সামরিক হামলা চালায়, তাতে ৬৩.৬ শতাংশ আমেরিকান ভারতের পক্ষে। অন্যদিকে দুই দেশের অর্থনৈতিক দ্বন্দ্বে ভারতের পক্ষে ৬০.৬ শতাংশ মানুষ।

জরিপে আরও উঠে আসে, ভারত ও চীনের সামরিক দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের ৩২.৬ শতাংশ বাসিন্দা চায়, তাদের দেশের সরকার ভারতের পক্ষে থাকুক। অন্যদিকে মাত্র ৩.৮ শতাংশ চায় চীনের পক্ষে থাকুক সরকার। দুই দেশের অর্থনৈতিক দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের ৩৬.৩ শতাংশ বাসিন্দা চায়, ওয়াশিংটন সরকার ভারতের পাশে থাকুক বিপরীতে ৩.১ শতাংশ চীনের পক্ষে থাকার কথা জানিয়েছে।  লোওয়ি ইনস্টিটিউটের মতে, সীমান্তে বিভিন্ন দেশের সংঙ্গে চীনের দ্বন্দ্ব বাধানো, হংকংয়ের গণতান্ত্রিক প্রক্রিয়া কেড়ে নেওয়া, তাইওয়ানে জবরদস্তি প্রভূতি কারণে চীনের প্রতি বিরক্ত যুক্তরাষ্ট্রের মানুষ। হয়তো এসব কারণেই চীন-ভারত দ্বন্দ্বে ভারতের পক্ষ নিতেই পছন্দ করছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। -দ্য সিঙ্গাপুর পোস্ট