শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের

News Sundarban.com :
আগস্ট ১৯, ২০২০
news-image

ভারতে মহামারি করোনাভাইরাসে একদিনে সংক্রমণ আবার ৬৪ হাজার পেরিয়েছে। সেসঙ্গে এক দিনে সুস্থও হয়েছেন ৬০ হাজারেরও বেশি। তবে প্রাণহানির সংখ্যাও প্রতিদিন বাড়ছে। ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুধবার সকালে প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, আগের ২৪ ঘণ্টায় দেশে ৬৪ হাজার ৫৩১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত হলেন ২৭ লাখ ৬৭ হাজার ২৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯২ জনের। এ নিয়ে ভারতে মোট ৫২ হাজার ৮৮৯ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস।

ভারতে করোনায় আ্ক্রান্ত ও প্রাণহানিতে শীর্ষ রাজ্য মহারাষ্ট্র। এ রাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৫ হাজার। মহারাষ্ট্রে মারা গেছেন ২০ হাজার ৬৮৭ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট প্রাণহানি ৬ হাজার ছাড়িয়েছে। এ রাজ্যে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ। দিল্লিতে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ২২৬ জনের। কর্নাটকেও মৃতের সংখ্যা ৪ হাজারের বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই সুস্থও হয়ে উঠছেন অনেকে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজার ৯১ জন। এ নিয়ে মোট ২০ লাখ ৩৭ হাজার ৮৭০ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। অর্থাৎ মোট আক্রান্তের ৭৩.৬৪ শতাংশ সুস্থ হয়েছেন।-এনডিটিভি