বিশ্বভারতীর সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামলো বাঁকুড়া জেলা বিজেপি

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া:
‘রবীন্দ্রনাথ বিরোধী তৃণমূল’ অভিযোগ তুলে বিশ্বভারতীর সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামলো বাঁকুড়া জেলা বিজেপি। বুধবার শহরের মাচানতলা আকাশ মুক্ত মঞ্চে ‘বাঙ্গালীর ঐতিহ্যের উপর হামলা হয়েছে’ দাবী করে বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকারের গণ স্বাক্ষর অভিযানে নামেন দলীয় নেতা কর্মীরা। একই সঙ্গে ঐ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লেখেন বিজেপি সাংসদ। যে চিঠিতে ‘ঐ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তি’র দাবী তিনি জানিয়েছেন।
বিজেপি সাংসদ ডাঃ সুভাষ সরকার বিশ্বভারতীর ঘটনার কড়া সমালোচনা করে বলেন, তৃণমূলের এক বিধায়ক ও বিদায়ী কাউন্সিলরের উপস্থিতিতে বিশ্বভারতীর ঐতিহ্যমণ্ডিত গেট ভেঙ্গে ফেলা হয়েছে। যখন কলকাতার মোড়ে মোড়ে রবীন্দ্র সঙ্গীত বাজছে, তখন রবীন্দ্রনাথের কৃষ্টিকে ধ্বংস করার চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন।