বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘরে বসেই চিড়িয়াখানা দর্শন, উদ্যোগ বনদপ্তরের

News Sundarban.com :
আগস্ট ১৬, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: করোনা সংক্রমণ ও তার জেরে চলা লোকডাউনের প্রেক্ষিতে দীর্ঘদিন চিড়িয়াখানা বন্ধ থাকায় এবার রাজ্য সরকার ঘরে বসে চিড়িয়াখানা দেখার সুযোগ করে দিচ্ছে। ফেসবুক লাইভে কলকাতা ও দার্জিলিং চিড়িয়াখানার পশু পাখিদের কার্য কলাপ এবার ঘরে বসে উপভোগ করা যাবে। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় রবিবার এই পরিষেবার সূচনা করেন। তিনি জানিয়েছেন,লকডাউনের সময় চিড়িয়াখানা বন্ধ রয়েছে। পশুপাখিদের দেখার সুযোগ পাচ্ছেন না অনেকে। শিশু থেকে বয়স্ক— অনেকেরই আক্ষেপ তা নিয়ে। তাই সেই আক্ষেপ মেটাতে এখন থেকে

প্রতিদিন সকাল ৯ টা থেকে ১০ টা এবং বিকেল ৩ টে থেকে ৪ টা পর্যন্ত চিড়িয়াখানার ফেসবুক পেজে দেখা যাবে প্রাণীদের। মানুষের সাড়ার ওপর নির্ভর করে পরবর্তীতে সময় বাড়ানো হতে পারে বলেও আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে।এর আগেই লকডাউন
থাকাকালীন বাড়ি বসে চিড়িয়াখানার পশু পাখিদের দেখার ব্যবস্থা করতে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ ই-জু কলকাতা অ্যাপ চালু করেছে।চিড়িয়াখানা সম্পর্কিত সকল তথ্য সাথেই শিক্ষা মূলক তথ্য ও রয়েছে এই অ্যাপে। এছাড়াও চিড়িয়াখানা সম্পর্কে কোন অভিযোগ- অনুরোধ থাকলে তাও সহজে নথিভুক্ত করার ব্যবস্থা রয়েছে ।অন্যদিকে একই সঙ্গে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক থেকেও একই সময়ে রেড পান্ডা সহ সেখানকার অন্যান্য পশুপাখিদের ও এদিন থেকে লাইভ দেখানো শুরু হয়েছে