শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিণ শিবপুর নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাবের ৭৪ তম স্বাধীনতা দিবস পালন একটু অন্যরকম

News Sundarban.com :
আগস্ট ১৫, ২০২০
news-image

দেশের কোণায় কোণায় পালিত হয়েছে দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলন করে এই দিনটি পালন করেছে নামখানা ব্লকের দক্ষিণ শিবপুর নিউ গৌরাঙ্গ স্পোর্টিং ক্লাবও।

তবে তা ছিল একটু অন্যরকম। স্বাধীনতা দিবসে উপলক্ষে আম্ফান পরবর্তী সময়ে সুন্দরবনকে রক্ষা করতে চারাগাছ বিতরণ করা হয়।

সেই সঙ্গে মহামারী করোনাকে প্রতিরোধ করতে সাধারণ মানুষের মধ্যে সাবান এবং মাস্ক বিলি করা হয়। স্বাধীনতা দিবসের বিশেষ দিনে ব্যতিক্রমী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআই মৃদুল কান্তি বড়ুয়া, বিশ্বরূপ চক্রবর্তী, ক্লাব সভাপতি শুভেন্দু দাস, ক্লাব সেক্রেটারি সুমন্ত মন্ডল , ক্রীড়া সম্পাদক সুকান্ত মন্ডল, গোপাল দাস সহ ক্লাবের সদস্যবৃন্দ।

এই প্রসঙ্গে ক্লাব সেক্রেটারি সুমন্ত মন্ডল বলেন, আজ আমরা স্বাধীনতা দিবস পালন করছি। আমাদের একটা বিষয় বেশি করে ভাবা উচিত যে আজ আমরা এই করোনা প্রকোপের মধ্যে আবদ্ধ হয়ে আছি।

তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার জন্যই বীর জওয়ানরা লড়া্ই করছেন তাঁদের জন্য আমরা সুরক্ষিত আছি, তাঁদের জন্য আমরা গর্বিত। সেনা-জওয়ানদের পাশাপাশি তিনি করোনা যোদ্ধাদের কথাও উল্লেখ করেন।

বলেন, করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করতে ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং বিজ্ঞানীদেরও আজকের দিনে স্যালুট জানাতে হবে।

তাঁদের প্রচেষ্টা, তাঁদের প্রয়াস, আগামী দিনে আমাদের চলার পথকে মসৃণ করবে।