বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ম্যানগ্রোভ গাছের চাই স্বাধীনতা

News Sundarban.com :
আগস্ট ১১, ২০২০
news-image

ম্যানগ্রোভ গাছের চাই স্বাধীনতা

ফারুক আহমেদ সরদার

১)স্বাধীনতার দিবসের প্রাক্কালে ম্যানগ্রোভ- গাছের স্বাধীনতা চাই ,
আধুনিক সভ্যতা ফিশারী মাফিয়া জঙ্গল- দস্যুর নিয়ন্ত্রণ উৎখাদ চাই ।
২)বেড়ে চলেছে দূষণের মাত্রা-
বিশ্ব উষ্ণায়নের জর্জরিত সুন্দরবন,
বাড়ছে প্রখর তাপমাত্র-
চলছে করোনার দাপট বাঁচবে মানবজীবন!
৩)হচ্ছে ভূমিক্ষয় হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়-
সাবধান যে কোন মুহূর্তে হয়ে যেতে পারে পৃথিবী প্রলয়-
গলছে হিমালয়ের বরফ,হচ্ছে জলোচ্ছ্বাস-
সচেতন না হলে বিপদ থেকে বাঁচার কেউ দেবেনা আশ্বাস।
৪)প্রতিনিয়ত ও দূষণ বাড়ছে এই সুন্দরবনের বুকে,
আজ মোরা সুন্দরবন বাসি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ধ্বংসের মুখে।