বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাস্কটি তৈরি করতে খরচ করেছেন ১.৫ মিলিয়ন ডলার

News Sundarban.com :
আগস্ট ১১, ২০২০
news-image

করোনার হানায় হঠাৎ করে বদলে গেছে সারা বিশ্বের মানুষের জীবনযাত্রা। লকডাউনের কারণে থমকে গেছে জীবনের স্বাভাবিক গতি। এখনও কোনো নির্দিষ্ট ওষুধ আবিষ্কার না হওয়ায় বিশ্বব্যাপী করোনার প্রকোপ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব মানা আর মাস্কই এখন মানুষের ভরসা।

আর এই করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অভিনব উদ্যোগ নিয়েছেন এক ধনকুবের। সারাবিশ্বেই সোনার দাম যখন যখন আকাশছোঁয়া ঠিক তখনই বহুমূল্যের সাদা সোনা এবং কালো হীরা খচিত মাস্ক বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন চীনের এক ব্যবসায়ী।

ওই চীনা ব্যবসায়ী তার এই স্বর্ণ এবং হীরা খচিত মাস্কটি তৈরি করতে ১.৫ মিলিয়ন ডলার খরচ করেছেন। মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েলর স্বর্ণকাররা তার এই মাক্সটি তৈরি করছেন। মূল্যবান এই মাস্কটি তৈরিতে প্রয়োজন হয়েছে ১৮ ক্যারট সাদা সোনা এবং ৩ হাজার ৬০০টি হীরা। -জিনিউজ