বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রণব মুখার্জির মস্তিস্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে

News Sundarban.com :
আগস্ট ১১, ২০২০
news-image

করোনাভাইরাসে আক্রান্ত ভারতের  সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মস্তিস্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মাথায় রক্ত জমাট বেঁধে যাওয়ায় সোমবার রাতে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়।

তবে মস্তিষ্কে অস্ত্রোপচার সফল হলেও প্রণব মুখার্জির অবস্থা সঙ্কটজনক হওয়ায় বর্তমানে তাকে ভেন্টিলেটর সহায়তা দেওয়া হচ্ছে।  নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালেই চিকিৎসাধীন আছেন তিনি। আগামী ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাকে।

এর আগে সোমবার বিকেলে এক টুইটে প্রণব মুখার্জি নিজেই করোনা পজিটিভ হওয়ার কথা জানান। পাশাপাশি গত এক সপ্তাহে যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদের আইসোলেশনে যাওয়ারও অনুরোধ করেছেন।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন তিনি। ছয় বছর আগে হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ার পর থেকে নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বর্ষীয়ান এ নেতা। নিয়মিত শারীরিক পরীক্ষার জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি। তখন সেখানেই তার করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছিল।-এনডিটিভি