সাত রঙের ছটায় আশার আলো দেখছেন চাষিরা

ঝোটন রয়, নামখানা:
একদিকে করোনা যেন কিছুতেই ছেড়ে যেতে চায় না, অন্যদিকে আম্ফানের রেশ এখনও যায়নি। দুইয়ে মিলে ভুগছে নামখানা সহ উপকূল এলাকার বাসিন্দারা।মূলত কৃষিজীবী এখানকার মানুষ, করোনা আবহে চাষও করতে পারছেন না। তবে সবের মধ্যে একটু যেন খুশির হাওয়া। চাষিদের মনে দেখা দিয়েছে আনন্দের বাতাবরণ। নামখানার আকাশে দেখা গেল রামধনু। সাত রঙের ছটায় আশার আলো দেখছেন চাষিরা।
আকাশে রামধনু উঠেছে তাই বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগে থেকেই পেয়ে গেছেন কৃষকরা। পুরনো এক প্রবাদ বাক্য রয়েছে, রামধনু আকাশে উঠলে বৃষ্টির যোগান পর্যাপ্ত হয়। বেশ কয়েকদিন ধরে সূর্যের তেজে ধান গাছ শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছিল, এমনকি চাষবাসের কোনও কোনও জায়গায় জমিও শুকিয়ে গেছে। তাই সোমবার বিকেলে আকাশে রামধনু দেখায় চাষিদের মনে আশার আলো জাগল। এই প্রসঙ্গে এক চাষি শ্রীকৃষ্ণ মন্ডল বলেন, এই রামধনু বৃষ্টির পূর্বাভাস জানায়। আজ সেই রামধনু দেখে মনে হচ্ছে এবারে ধান গাছগুলো উঠে দাঁড়াবে। তাঁর এবং তাঁর মতো অনেক চাষির আশা, ফসল ভাল হবে, সবুজে ভাসবে মাঠ।