শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরলো গত মাসেই জুভেন্টাস অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পেয়েছেন

News Sundarban.com :
আগস্ট ৯, ২০২০
news-image

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে জুভেন্টাস বিদায় নেওয়ায় বরখাস্ত হয়েছেন কোচ মাউরিসিও সারি। তাকে ছাঁটাই করতে ২৪ ঘণ্টাও সময় নেয়নি ক্লাব। আবার নতুন কোচ নিয়োগ দিতেও দেরি করেনি জুভেন্টাস। কয়েক ঘণ্টা পরই সাবেক এসি মিলান, জুভেন্টাস ও ইতালির কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রে পিরলোকে রোনালদো-দিবালাদের নতুন কোচ ঘোষণা করেছে ক্লাবটি। ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের এই পছন্দটি বিশ্বাসের ওপর ভিত্তি করে। পিরলোর হাতে ক্লাবকে এগিয়ে নেওয়ার জন্য একটি অভিজ্ঞ এবং প্রতিভা সম্পন্ন দল আছে।

পিরলো গত মাসেই জুভেন্টাস অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব পেয়েছেন। অল্প দিনেই দায়িত্ব পেলেন মূল দলের। তরুণ এই (৪১ বছর বয়সী) কোচকে ওল্ড লেডিদের ডাগ আউটে দিতে হবে বড় পরীক্ষা। কারণ যুব কিংবা সিনিয়র কোন পর্যায়ের ফুটবলে আগে তার কোচিং করানোর অভিজ্ঞতা নেই। তবে পিরলোর আছে সমৃদ্ধ ফুটবল ক্যারিয়ার। সামনে থেকে দীর্ঘদিন দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সেটাই এগিয়ে রাখছে পিরলোকো। সাবেক ইতালির মিডফিল্ডার ২০১১-১৫ মৌসুম জুভেন্টাসের হয়ে খেলেছেন। জিতেছেন টানা চারটি সিরি আ’ লিগ। ২০১৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেললেও দলকে শিরোপা জেতাতে পারেননি তিনি। তবে ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জেতা পিরলো এসি মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। পিরলো জুভেন্টাসের দায়িত্ব নেওয়ায় তার সাবেক এসি মিলান সতীর্থ ও নাপোলির কোচ গাটটুসো তাকে শুভকামনা জানিয়েছেন।