শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইতালিতে করোনার প্রথম ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ শুরু আগামী ২৪ আগস্ট

News Sundarban.com :
আগস্ট ৮, ২০২০
news-image

ইতালিতে আগামী ২৪ আগস্ট প্রাণঘাতী করোনার প্রথম ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ শুরু হচ্ছে। সম্পূর্ণ ইতালির তৈরি এ ভ্যাকসিন ৯০ জন স্বাস্থ্যকর্মীর শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। শুক্রবার ভ্যাকসিনের প্রথম ডোজ রাজধানী রোমের স্প্যালানজানি হাসপাতালে এসে পৌঁছেছে। এটি এখন মানবদেহে প্রয়োগ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন লাছিও বিভাগের গভর্নর নিকোলা জিংগারেত্তি।

শুক্রবার সোশ্যাল মিডিয়া ফেসবুকের এক পোস্টে গভর্নর এ তথ্য জানিয়ে আরও লিখেন, এ ভ্যাসসিন তৈরিতে ৫ মিলিয়ন ইউরো ব্যয় করা হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের দিন সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবীকে রোমের স্প্যালানজানি হাসপাতালে ৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে। প্রথম টিকাটি একজন পুরুষ স্বাস্থ্যকর্মীর দেহে প্রয়োগ করা হবে। লাছিও অঞ্চলের স্বাস্থ্যবিষয়ক কাউন্সিলর আলেসিও ডি আমাতো টিকা সম্পর্কে এক ব্যাখ্যায় বলেন, প্রাথমিকভাবে এ টিকাটি ৯০ জন স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগ করা হবে। শুক্রবার দেশটির রাজধানী রোমের স্প্যালানজানি হাসপাতালে টিকা প্রয়োগের জন্য অসংখ্য ফোন কল এসেছে।