শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতিবাদী গৃহবধুকে কে বেধড়ক মারধোর

News Sundarban.com :
আগস্ট ৪, ২০২০
news-image

নিজস্ব প্রতিনিধি,বাসন্তী —প্রতিবাদী এক গৃহবধু কে বেধড়ক মারধোর করার অভিযোগ উঠলো এলাকার মদ্যপ চার যুবকের বিরুদ্ধে। বেধড়ক মারধোরের ফলে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গৃহবধু সবিতা রায়।ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ফুলমালঞ্চ গ্রামে।

স্থানীয় সুত্রে জানাগেছে এদিন রাত প্রায় নটা নাগাদ পাড়ার চার যুবক মিঠু মাইতি,প্রমথ মাইতি,কালি নস্কর ও বাবু নস্কররা এলাকায় মদের আসরের বসে আকন্ঠ মদ পান করে। পরে মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিাগালাজ করতে শুরু করে।পাড়ার মহিলারা অকথ্য গালিগালাজ শুনে মুখে কাপড় দিয়ে যে যার বাড়িতেই চলে যায়।অভিযোগ গালিগালাজের মাত্রা আরো কয়েকগুণ বেড়ে যায়। প্রতিবাদ করতে আসরে নামেন স্থানীয় যুবক বসুদেব রায়।কেন গালিগালাজ করেছে প্রতিবাদ করতেই মদ্যপ চার যুবক প্রতিবাদী কে ব্যাপক মারধোর করে।পরে একটি বিদ্যুতের খুঁটির গায়ে জাপটে ধরে প্রতিবাদী যুবকের গলায় লাঠি দিয়ে চেপে ধরে।প্রতিবাদী যুবকের চিৎকারে পাড়ার লোকজন বেরিয়ে আসেন। বেরিয়ে আসেন প্রতিবাদী যুবকের বৌদি সবিতা রায়।

মদ্যপ চার যুবক তাঁর দেওর কে বেধড়ক মারধোর করছে দেখে তিনি উদ্ধার করতে এগিয়ে যান।অভিযোগ সেই সময় প্রতিবাদী যুবককে ছেড়ে দিয়ে প্রতিবাদী গৃহবধুর উপর লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে মদ্যপ চার যুবক। গৃহবধুর মাথায় লাঠি দিয়ে ব্যাপক মারধোর করে।অঞ্জান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সবিতা দেবী। সেই মুহূর্তে আবার অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে এলাকা ছেড়ে পালিয়ে যায় মদ্যপ যুবকরা।
স্থানীয়রা প্রতিবাদী গৃহবধু সবিতা রায় কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।বর্তমানে এই গৃহবধু আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এবিষয়ে গৃহবধুর স্বামী মদন রায় মদ্যপ যুবকদের বিরুদ্ধে বাসন্তী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।