মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কেন্দ্রের নয়া শিক্ষানীতি নিয়ে গণ মেল পৌঁছাবে প্রধানমন্ত্রীর দপ্তরে

News Sundarban.com :
আগস্ট ৪, ২০২০
news-image

নিউজ সুন্দরবন ডেস্ক: কেন্দ্রের নয়া শিক্ষানীতি নিয়ে এক লক্ষ ইমেইল প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর সিদ্ধান্ত সিপিআইএমের ছাত্রসংগঠন এসএফআইয়ের। আগামী ৬ আগস্ট থেকে এই গণ মেইল কর্মসূচি শুরু হবে। এছাড়াও ১১ আগস্ট ক্ষুদিরাম বসুর শহীদ দিবস। সেদিনই দেশ বাঁচাও,শিক্ষা বাঁচাও দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে এসএফআই -জানালেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।

আগামী ১৫ ই আগস্ট এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে গণ মেল পৌঁছাবে প্রধানমন্ত্রীর দপ্তরে। কেন্দ্রের এই নয়া শিক্ষা নীতির বিরোধিতা করে ইতিমধ্যেই এস এফ আই পথে নেমেছে বিক্ষোভ ও দেখিয়েছে বিভিন্ন জায়গায় । তাদের বক্তব্য এই শিক্ষা নীতি কার্যকর হলে শিক্ষার আরো বেসরকারিকরণ হবে । এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তে সরকারি ভাতা বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া চালু হবে । যার জেরে গরিব মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের পড়াশোনা সুযোগ খর্ব হবে , একইসাথে লাগামহীন ফি বৃদ্ধির আশঙ্কাও থাকছে এই নয়া শিক্ষানীতিতে বলে অভিযোগ এস এফ আই নেতৃত্বের ।