শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত

News Sundarban.com :
আগস্ট ১, ২০২০
news-image

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। ঈদুল আজহা উপলক্ষে দুই দেশের সীমান্তে লোকজন জড়ো হয়। এসময় তারা সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে গুলি করে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী।

শুক্রবার আফগানিস্তান জানিয়েছে, পাকিস্তানের ছোড়া গুলিতে অন্তত ১৫ জন বেসামরিক নিহত হয়েছেন। আর পাকিস্তানের হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের ছোড়া গুলিতে সাতজন নিহত হয়েছেন। খবর রয়টার্সের

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কান্দাহার প্রদেশের গভর্নর হায়াতুল্লাহ হায়াত জানান, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সংঘর্ষের সময় সীমান্ত শহর স্পিন বোলডাকে পাকিস্তানি গোলা ছোড়া হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন।

অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে এবং ৩১ জন আহত হয়েছেন। দেশটির সীমান্ত শহর চামানের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, আফগানিস্তানে যেতে ইচ্ছুক জনতা অশান্ত হয়ে উঠলে এবং পাকিস্তানি স্থাপনায় হামলা চালালে সংঘাতের সূত্রপাত হয়।

এক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের সেনাবাহিনী যদি আফগান ভূমিতে রকেট হামলা অব্যাহত রাখে তাহলে তাদের আফগান সেনাবাহিনীর পাল্টা আঘাতের মুখোমুখি হতে হবে।–রয়টার্স