শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন পেছাতে টুইট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

News Sundarban.com :
জুলাই ৩১, ২০২০
news-image

আসন্ন যুক্তরাষ্ট্রের নির্বাচন পেছাতে টুইট করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রেসিডেন্ট ট্রাম্প একটি টুইট বার্তায় ভোট পিছিয়ে দেয়ার পরামর্শ দিয়ে বলেছেন, যতক্ষণ না পর্যন্ত আমেরিকানরা যথাযথভাবে, নিরাপদে ও সুরক্ষিতভাবে ভোট দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত নির্বাচন পিছিয়ে দেয়া উচিত।

তিনি আরো উল্লেখ করেন, আমেরিকানরা সঠিকভাবে ভোট দিতে না পারলে নির্বাচনে আসল ফলাফল প্রতিফলন নাও আসতে পারে।

অন্যদিকে মেইলিং ভোট হলে ভোট কারচুপি বা জালিয়াতির আশঙ্কা রয়েছে। যদিও এখন পর্যন্ত রিপাবলিকানরা প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রস্তাবের সাথে প্রকাশ্যে একমত নন, তারা প্রেসিডেন্টের সমালোচনা এড়িয়ে চলেছেন।

নিউ হ্যাম্পশায়ারের রিপাবলিকান গভর্নর ক্রিস টুইটারে লিখেছেন, আমাদের ভোটদান ব্যবস্থা নিরাপদ এবং নির্ভরযোগ্য। আমরা গত ১০০ বছর এভাবে নির্বাচন করে আসছি, এবার কেন আলাদা হবে।

ফক্স নিউজের রাজনীতি সম্পাদক ক্রিস স্টেরিওয়াল্ট বৃহস্পতিবার সকালে সম্প্রচারিত ফক্স নিউজকে বলেন, এটি প্রেসিডেন্টের দুর্বলতার বহিঃপ্রকাশ।

ডেমোক্র্যাটরা আশঙ্কা করেছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নভেম্বরের সাধারণ নির্বাচন বাতিল বা স্থগিত করার চেষ্টা করবেন। অবশেষে তাদের সেই আশঙ্কা সত্য প্রমাণিত হল।