শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত হলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার ও নির্বাচক পলাশ নন্দী

News Sundarban.com :
জুলাই ৩০, ২০২০
news-image

বুধবার মোহনবাগান দিবসে “মোহনবাগান রত্ন” সম্মানে ভূষিত হলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার ও নির্বাচক পলাশ নন্দী। ১৯৭৪ সালে মোহনবাগানের হয়ে খেলা শুরু করেন এই প্রাক্তন ক্রিকেটার। এরপর ফিরে যান ইস্টবেঙ্গলে। পরে ফের ১৯৮০-৮১ মরসুমে ক্লাবে ফিরে ১৯৯৪ পর্যন্ত মোহনবাগানের হয়ে খেলেছেন এই দিকপাল ক্রিকেটার।

এদিন ক্লাব তাঁবুতে এসে প্রথমে অমর একাদশের স্মৃতিতে মাল্যদান করেন তিনি। এরপরই সৃঞ্জয় বোস ও দেবাশিস দত্তর থেকে সম্মান গ্রহন করেন পলাশ নন্দী। গলায় পদক ঝুলিয়ে বাগান গ্যালারিতে দাঁড়িয়ে ছবিও তোলেন তিনি। এছাড়াও অঞ্জন মিত্রের স্মৃতিতে এবছরের সেরা ক্রীড়া প্রশাসক হিসেবে এদিন সম্মানিত হলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়।