বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁকুড়া জেলায় করোনা প্রকোপ ৬০০ সংক্রমন অতিক্রম করেছে

News Sundarban.com :
জুলাই ২৯, ২০২০
news-image

মৌসুমী চ্যাটার্জী, বাঁকুড়া:

বাঁকুড়া জেলায় করোনা প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। ইতিমধ্যে ৬০০ সংক্রমন অতিক্রম করেছে।রাজ্য সরকারের নির্দিষ্ট লকডাউন এবং বাঁকুড়া জেলা প্রশাসন বাঁকুড়া,বিষ্ণুপুর এবং সোনামুখী পৌর এলাকায় ২৬ থেকে ২৮ তারিখ লকডাউনের নির্দেশিকা দেয়। লকডাউন যাতে কঠোরভাবে মানা হয় সেজন্য জেলা পুলিস সর্বত্র নাকা চেকিং , টহলদারী জারী রেখেছে। তবে মানুষও আগের চাইতে এখন অনেক সচেতন হয়েছে।

বাঁকুড়া শহরের বাসিন্দা গৌতম ব্যানার্জী জানান, রাজ্য সরকারের লকডাউনের সিদ্ধান্ত সকলকে মেনে চলতে হবে।এখন মানছেনও সকলে।তাই আশা করা যায় এর সংক্রমণ হার রোধ হবে।

মেজিয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রবিলোচন গোপ বলেন, লকডাউন ছাড়া এখন আর কোন উপায় নেই।বর্তমানে না বেরিয়েছে ওষুধ, না প্রতিষেধক। তাই সচেতনা,সামাজিক দূরত্ব রক্ষা মেনে চলা এই মুহূর্তে আমাদের আর কোন পথ নেই।বাঁকুড়া জেলায় সচেতনতা অনেক বেড়েছে। তাই আশা করা যায় সংক্রমণ হার ঠেকানো যাবে।