বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫৩,৯৭৩

News Sundarban.com :
জুলাই ২৫, ২০২০
news-image

প্রশাসনিক তৎপরতায় করোনা মোকাবিলায় ফের সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। তবে এসবের মধ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ২,২১৬ জন, এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫৩,৯৭৩। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা  ৩৫ জন। সব মিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়াল ১,২৯০ জন।

রাজ্যে সুস্থতার হার ফের বেড়েছে। সরকারি বলুলেটিন অনুযায়ী বাংলায় সুস্থতার হার ৬২.১২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১,৮৭৩ জন। মোট সুস্থ হয়ে ফিরেছেন ৩৩, ৫২৯ জন। ২৪ জুলাই পর্যন্ত রাজ্যে অ্যাকিটভ কেস ১৯,১৫৪। উল্লেখ্য রাজ্যে বেড়েছে করোনা পরীক্ষার হার। ২৩ জুলাই পর্যন্ত রাজ্য মোট ৭,৫৮, ০২৭ টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে।

উল্লেখ্য, ইতিমধ্যেই রাজ্যে কনটেনমেন্ট জোনের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে সপ্তাহিক দু-দিন করে গোটা রাজ্যে পূর্ণ লকডাউনের সিদ্ধন্ত নিয়েছে নবান্ন। রাজ্যের আবেদনের সাড়া দিয়ে এই দিনগুলোতে বন্ধ থাকছে বিমান পরিষেবাও।